কক্সবাজার ফিশারি ঘাট | কক্সবাজারের সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র
বঙ্গোপসাগর থেকে আহরিত মাছ বিক্রির পাইকারী বাজার কক্সবাজার ফিশারি ঘাট। এই ফিশারি ঘাটে প্রতিদিন বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ক্রয়-বিক্রয় হয়। কক্সবাজার শহরে বিমানবন্দরের পাশে বাকখালী নদীর তীরে এই ফিশারি ঘাটের অবস্থান। এই ফিশারি ঘাট টি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন দ্বারা পরিচালিত। কক্সবাজার ফিশারী ঘাট দেশের একটি অন্যতম ‘মৎস্য অবতরণ কেন্দ্র’ (Fish landing Center) ও মৎস্য ক্রয়-বিক্রয়ের বাজার। ট্রলারগুলো সাগর থেকে মাছ ধরে এখানে বিক্রয় করার জন্য নিয়ে আসে। মূলতঃ এটি একটি পাইকারী বাজার, এখান থেকে সামুদ্রিক মৎস্য দেশের ভিতরে আর বিদেশে রপ্তানী করা হয়। ফিশারী ঘাট আমাদের মত মানুষদের জন্য (যারা সমুদ্র থেকে অনেক দূরে থাকে) সামুদ্রিক মাছ দেখার এক বড় সুযোগ। যদিও সকালে যেতে একটু দেরী হয়েছিল, তারপরেও এক সাথে এতোও ধরনের মাছ দেখার সুযোগ খুব কম সময়ই পাওয়া যায় তাই সামুর পাঠকদের সাথে নিয়ে দেখার ‘মানস চোখে’র এই ক্ষুদ্র প্রয়াস।কক্সবাজার ফিশারি ঘাট। গোল দিঘীরপাড়। বাংলাদেশের অন্যতম একটি মাছের বাজার।
বন্ধুরা আজকে আপনাদের দেখাব কক্সবাজার জেলার সবচেয়ে জনপ্রিয় একটি মাছের বাজার যার নাম ফিশারি ঘাট। বন্ধুরা এই ফিশারিঘাটে কক্সবাজার জেলার একটি অন্যতম মাছের বাজার যেখান থেকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মাছ সরবরাহ হয়। এই কক্সবাজারে প্রথম দিন আমরা কাটালাম এই ফিশারি ঘাটে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন।
#sea_fish_market #coxbazarvlog #coxbazartour
কক্সবাজার শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীর নাম বাঁকখালী। এই নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। জেলেরা ট্রলার দিয়ে এখান থেকে মাছ ধরতে যায় বঙ্গোপসাগরে,আর মাছ ধরা শেষে ট্রলার ভর্তি মাছ নিয়ে তারা ফিরে আসে এই বাঁকখালী নদীর তীরে গড়ে উঠা কক্সবাজার ফিশারি ঘাটে। স্থানীয় মানুষ একে বলে ফিশারি ঘাট, তবে এই ঘাটের প্রশাসনিক নাম হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্র।
উল্লেখ্য, নামের বিষয়টা দয়া করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে অনুরোধ করছি, এমনিতেই ঘাটের লোকদের কাছথেকে মাছের স্থানীয় নাম শুনে লেখা আবার মনে হচ্ছে একটা নাম আরেকটার সাথে লাগিয়ে দিয়েছি।
পাঁচমিশালী ছোট মাছ
লবস্টার
সামুদ্রিক পোয়া/নাগ কোরাল
টাইগার চিংড়ি
মাছের রাজা 'ইলিশ'
সামুদ্রিক কাঁকড়া
ছূরি মাছ
শাপলা পাতা (স্টিং রে !!!)
পাতা মাছ
মুর মাছ
রূপচাঁদা
সুরমা মাইট্টা
টুনা
লইট্টা
কামিলা বাইম
ফিশারী ঘাটে ট্রলার
মাছ নামানো হচ্ছে