গ্রামে মাছ ধরার আনন্দটাই অন্যরকম - Village Fish Catching Bangladesh
কাঁদার মধ্যে মাছ ধরা ভাই বলেন, ছোট সময় বিভিন্ন পুকুর ও খালবিলে মাছ ধরতাম। বাড়িতে থাকা হয় না। শখের বসে আজ নিজেদের পুকুরের মাছ ধরছি। আগের মতো মাছ নেই।ছোট সময় যখন মাছ ধরতাম তখন মাথা উচু করতে পারতাম না। কোমর ব্যথা হয়ে যেতো। দেশিয় মাছ আর এখন তেমন পাওয়া যায় না।
কাঁদার মধ্যে মাছ ধরা শখের বিষয়। ছোট সময় থেকেই মাছ ধরি।যদি শোনতাম এলাকার কোন পুকুরের মাছ ধরা হবে ভোর থেকে পুকুর পাড়ে বসে থাকতাম। ভোর শেষে হলেই মাছ ধরতাম। যারা মাছ ধরতাম অনেক আনন্দ করতাম। যে পুকুরে মাছ ধরছি পুকুরের মাছ গুলো ভাগ করে নিবো।
কাঁদার মধ্যে মাছ ধরা দেখে নিজেও কাঁদার মধ্যে মাছ ধরতে নেমে পরলাম। অনেকেই আমার মতো কাঁদার মধ্যে মাছ ধরছে। ছোট সময় বন্ধুদের সাথে নিয়ে পুকুর ও খালবিলে মাছ ধরতে যেতাম। আগের মতো দেশিয় মাছ নেই।
Assalamualaikom
ReplyDelete